ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ, এনসিপি’র জেলা সভাপতি মুকুল মিয়া, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি ডা. নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ও কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজার রহমান।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা ফুলবাড়ীসহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই আন্দোলনকে বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।
একে