মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মঙ্গলবার দোয়া মাহফিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত।
(২২ জুলাই) মঙ্গলবার এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, অফিস সম্পাদক সরোয়ার কামাল মজুমদার, জেলা জামায়াত নেতা মিজানুর রহমান, আবু আসিফ, খাইরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, বেলাল হোসাইন, হাফেজ জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।