বুধবার, ২৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির

বুধবার, জুলাই ২৩, ২০২৫
চট্টগ্রামে ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিন রাজমিস্ত্রী। নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে গত শুক্রবার নিমিষেই শেষ হয়ে যায় ওই তিনজনের তরতাজা প্রাণ।

পরিবারের উপাজর্নক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন শ্রমিক।

নিহতরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭) নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নাছিরের পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

নাছির উদ্দিন নাছির শুধু সহানুভূতির হাত বাড়াননি, নবজাতকের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন। 

নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাছিরকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সমাজের অন্যরাও এগিয়ে আসবেন।


একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল