খালেদ হোসেন টাপু ,রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে'র আয়োজনে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২২ জুলাই দুপুরে রামু উপজেলা পরিষদের হিমছড়ি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিএসকে এর টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন এর সঞ্চালনায় সূচনা কর্মশালায় বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, ওয়াটসান কমিটির সচিব নুরুল আলম, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, ওয়েলথহাঙ্গারহিলফি(WHH) বাংলাদেশ এর প্রকল্পের প্রধান জিয়াউল হক, বিশেষজ্ঞ অর্থনৈতিক উন্নয়ন কুম্বিরাই নংগো, কনসোর্টিয়াম সমন্বয়কারী জেরিন আহমেদ সানি, ডিএসকে এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী,উক্ত প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মো: সাজ্জাদ হোসেনসহ প্রকল্পের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় রামু ফতেখাঁরকুল ও রাজারকুল ইউনিয়নে ওয়াটার ফর কমিউনিটি রিজিলিয়েন্স এন্ড প্রোটেকশন (ডব্লিউ সি আর পি) নামে প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, স্থানীয় জনগণের জন্য নিরাপদ এবং টেকসই পানির ব্যবস্থা করা, যা তাদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
একে