নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছা নেই। পদত্যাগের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে উল্লেখ করেছেন তিনি।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিকে, মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, ও এর পরিপ্রেক্ষিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের নোটিশ দিতে দেরি করায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।
এ অবস্থায় তার পদে থাকা উচিত কিনা- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমার ওপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেটা পালন করেছি। কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, সে অনুযায়ী সবকিছু করা হচ্ছে।"
এমআই