ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আহত হয়েছেন একজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হভাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে আরো একজন মারা যায়।
নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।