অনলাইন ডেস্ক:
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে দাবানল নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে তীব্র দাবদাহ চলছে। বেশ কয়েকটি ছড়িয়ে পড়েছে দাবানল। খবর আল জাজিরার।
তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানিয়েছেন, বুধবার দিনের শুরুতে দাবানলে ২৪ জন দমকলকর্মী আটকা পড়েন। এসময় পাঁচ বনকর্মী এবং পাঁচ উদ্ধারকারী নিহত হন।
প্রবল বাতাসের কারণে দাবানল হঠাৎ দিক পরিবর্তন করলে দমকলকর্মীরা আটকা পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জন হাসপাতালে নেওয়া পর মারা যান।
তিনি জানান, আহত ১৪ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ওমান উপসাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজওমান উপসাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
গত রোববার থেকে তুরস্কে তীব্র তাপদাহ এবং প্রবল বাতাসের কারণে ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার মধ্যে দাবানলের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। বেশ কয়েকটি গ্রামের মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।
বৃহস্পতিবারও তীব্র তাপদাহ ও প্রবল বাতাস অব্যাহত থাকবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানিয়েছেন, জনসাধারণকে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা দাবানল নেভানোর কাজ করছেন তাদের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি আমাদের ভাইবোনদের জন্য স্রষ্টার করুণা প্রার্থনা করি যারা আমাদের বন রক্ষার জন্য তাদের জীবনবাজী রেখে কাজ করছেন।’
দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, হতাহতের ঘটনা তদন্তে দুজন প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একে