জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কুঠি চন্দ্রখানা এলাকার মো. আশরাফ আলী (৫০) ও মো. শহিদুল ইসলাম (৪০)।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই আব্দুর রহিম। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছিল। তাদের দেহ তল্লাশি করে মোট ৫০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি শাখার ওসি মো. বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একে