মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে পালানোর চেষ্টার সময় সাত মাসের এক গর্ভবতী নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী চিকিৎসা নিতে আসা নারী ফাতেমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া নারী খাদিজা বেগম (৩৫), তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,' হাসপাতালে চিকিৎসা নিতে আসে ফাতেমা বেগম। সকাল ১০টার দিকে হাসপাতালে টিকিট সংগ্রহ করে চিকিৎসক দেখতে হাসপাতালের ৫ নম্বর কক্ষের সামনে লাইনে অপেক্ষা করতে থাকেন। এসময় পেছনে দাঁড়ানো নারী খাদিজা কৌশলে ফাতেমা বেগমের গলায় থাকা আনুমানিক ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ফাতেমা বেগম বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করেন এবং তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে স্বর্ণের চেইন জব্দ করা হয়। পরে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই নারীকে আটক করার সময় তিনি বলেন,'এখানে আমি আমার বোনের সাথে এসেছি। আমি সাত মাসের গর্ভবতী। এসময় তিনি শেরপুরের ঝিনাইগাতী থাকেন বলেও পরিচয় দেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন,'এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া নারী তিনি সাত মাসের গর্ভবতী বলে জানান। দুপুরে আদালতে পাঠানো হয় ওই নারীকে। অভিযুক্ত নারীর নামে আগেও কোন মামলা রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ওসি বলেন,'আমরা প্রাথমিকভাবে দেখেছি তাঁর নামে আগে কোন মামলা নেই।