অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ৩৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার হয়েছে। গত দুইদিন আঙ্গারপাড়া এলাকা থেকে শুরু হওয়া অভিযানে অন্তত ৪০টি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এরপর কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকাতেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গৌকুল চন্দ্র পাল, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, স্থায়ী জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা উদ্ধার করতেই এ অভিযান চালানো হয়। এতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিক অ আ আবীর আকাশকে জানান, রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সকালে রামগঞ্জ পৌর এলাকায় ৪০টি এবং চৌধুরী বাজার এলাকায় ৫৮টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, রামগঞ্জ বাজার এলাকায়ও বেশ কিছু অবৈধ দোকানপাট রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।