খালেদ হোসেন টাপু, রামু:
রামুতে শিক্ষাগত অর্জন ও কর্মক্ষমতার স্বীকৃতি পেয়েছে ৩০ জন মেধাবী শিক্ষার্থী। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এ সব শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট এবং প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।
এসইডিপি পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের শিক্ষাজীবনকে আরও ভালো করতে উৎসাহিত হবে। এ পুরস্কার তাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন অতিথিরা। রামু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের শিক্ষাজীবনে উত্তম ফলাফল ও পারফরম্যান্সে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মেধার বিকাশ এবং ভালো ফল করার জন্য উৎসাহিত করার লক্ষে এসইডিপি পুরস্কার প্রদান করা হয়। এতে মেধাবী ও ভালো ফল করা শিক্ষার্থীদের স্বীকৃতি এবং তাদের উৎসাহিত করা হয়। একই সাথে প্রতিযোগিতামূলক পরিবেশে অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফল করার জন্য উৎসাহিত করা হয়। প্রতিযোগিতার পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার মান উন্নয়নে উৎসাহিত করা হয়।
তিনি আরও বলেন, যারা আজ পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে। আমরা আশা করি এই পুরস্কার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি গবেষণা কর্মকর্তা ড. গৌতম কুমার রায়, রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল হক, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি'র সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ছালামত উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি
আবদুল আলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল গণি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমআই