আন্তর্জাতিক ডেস্ক:
নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সম্প্রতি উগান্ডায় তার পরিবারের বিশাল বিলাসবহুল বাড়িতে তিনদিনব্যাপী এক জমকালো অনুষ্ঠান আয়োজন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালার উপকণ্ঠে অবস্থিত এক অভিজাত এলাকায় মামদানিদের পারিবারিক এই ব্যক্তিগত বাড়িতে জোহরান মামদানি ও রামা দুয়াজির বিয়ে উপলক্ষ্যে অতিথিদের আমন্ত্রণ জানান।
৩৩ বছর বয়সী জোহরান মামদানি ও ২৭ বছর বয়সী রামা দুয়াজি গত বছরের ডিসেম্বরে দুবাইয়ে তাদের আংটিবদল ও বিবাহ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এর পর নিউ ইয়র্ক সিটিতে একটি সিভিল (আইনগত) বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নিউ ইয়র্ক সিটি ও দুবাইয়ে বিবাহ অনুষ্ঠানের পর, জোহরান মামদানি তার জন্মস্থান উগান্ডায় তিন দিনব্যাপী বিবাহোত্তর উৎসব আয়োজন করেন। তিনি সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব অর্জন করেন।
জোহরান মামদানি হলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার প্রখ্যাত একাডেমিক মাহমুদ মামদানির সন্তান। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জোহরান মামদানি জানান, বিবাহ উদ্যাপন উপলক্ষ্যে তিনি বর্তমানে উগান্ডায় অবস্থান করছেন।
দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, তিন দিনব্যাপী উৎসব চলাকালে মামদানি পরিবারের বাসভবনের বাইরে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। অনুষ্ঠানের কোনো তথ্য বাইরে যাতে না যায়, সেজন্য মোবাইল ফোন জ্যামিং সিস্টেমও স্থাপন করা হয়।
দ্য পোস্ট–কে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'মামদানি বাড়ির বাইরে ২০ জনের বেশি বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন ছিল, যাদের কয়েকজন মুখোশ পরা ছিল। মামদানির পুরো অনুষ্ঠান ছিল শুধু আমন্ত্রিতদের জন্যই।'
তিনি আরও জানান, 'একটি ফটকের সামনে প্রায় ৯ জন নিরাপত্তারক্ষী অবস্থান করছিলেন।
এমআই