চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এইচএসসি পরীক্ষায় নকল ও স্মার্টফোন সঙ্গে রাখার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) চৌদ্দগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট তাদেরকে পরবর্তী সকল পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করেন। তারা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষা শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে সামনের দিনগুলোতে উপজেলা প্রশাসন অধিকতর কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
একে