নিজস্ব প্রতিবেদক: বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালী টাইমসের উদ্যোগে 'স্মরণে ভাস্বর কবি আল মাহমুদ' শীর্ষক এক ভার্চুয়াল লাইভ আলোচনা সভা ১১ জুলাই রাত ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ গবেষক, দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক কবি কমরুদ্দিন আহমদ, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, খ্যাতিমান আবৃত্তি প্রশিক্ষক মোসতাক খন্দকার, কবি ও প্রাবন্ধিক মাঈন উদ্দিন জাহেদ, কবি সৈয়দ আহমদ শামীম, দ্য ডেইলি স্টারের সহ সম্পাদক কবি ও গবেষক ইমরান মাহফুজ ও কবি খোরশেদ মুকুল।
কবি মোস্তফা মাহাথিরের সঞ্চালনা ও বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভা দেশ-বিদেশে অবস্থানরত কবি আল মাহমুদের ভক্ত-সুহৃদ ও সাহিত্যপ্রেমীরা উপভোগ করেন।
অনুষ্ঠানে আল মাহমুদের ৩ টি বিখ্যাত কবিতার আবৃত্তি পরিবেশন করেন কবি আল মাহমুদের স্নেহধন্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী মোসতাক খন্দকার।
ভার্চুয়াল সভায় বক্তারা বলেন- 'কবি আল মাহমুদের সামগ্রিক সাহিত্যকর্ম বাংলাসাহিত্যের অমূল্য সম্পদ। কবিতা ছাড়াও গল্পকার হিসেবে তাঁর পারদর্শিতা আমাদের মুগ্ধ করে। কবি আল মাহমুদের সাথে চট্টগ্রামের ছিল নিবিড় এক আত্মিক সম্পর্ক, এসব তাঁর বিভিন্ন লেখনীতে প্রকাশ পেয়েছে। বাঁশখালী উপজেলার 'জলকদর' খাল নিয়েও রয়েছে তাঁর একটি অসাধারণ কবিতা। নিজস্বতা, অসামান্য কাব্যদ্যুতি, রচনাশৈলী ও সরল জীবনদর্শনে এক মহাকাব্যিক জীবনের অনন্য নির্দশন হিসেবে কবি আল মাহমুদ বাংলাসাহিত্যে অমর হয়ে থাকবেন।
সময় জার্নাল/এমআই