মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১জুলাই) বেলা বারোটায় নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন, নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, ইকরা মডেল মাদ্রাসার পরিচালক মুফতি হানযালা নোমানী প্রমুখ।
বক্তারা অত্র মাদ্রাসার বিভিন্ন শ্রেণিতে উপস্থিত শিক্ষার্থীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও ইভিটিজিং এর কুফল সম্পর্কে অবহিত করেন। ভলান্টিয়ার্স অব নলছিটির সহায়তায় অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন ফকির।
একে