মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘তরুণদের বাঁচাও, প্রজন্মকে বাঁচাও’- এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা চৌদ্দগ্রামে দ্যা ইয়ুথ এইড বিডির উদ্যোগে শনিবার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। উদ্বোধক ছিলেন বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দান তাহেরা বেগম।
দ্যা ইয়ুথ এইড বিডির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বাতিসা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার। দ্যা ইয়ুথ এইড বিডির পরিচালক আবু তালহা রাফি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দ্যা ইয়ুথ এইড বিডির পরিচালক জাহাঙ্গীর আলম, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেন, বধুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল কালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী, সাধারন সম্পাদক বেলাল হোসাইনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।