মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চৌদ্দগ্রাম উপজেলার ১৪ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।
দুই ধাপে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ সম্মেলনে নির্বাচন কমিশনার ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নগুলোতে ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিল নেতাকর্মীরা। পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় সরগরম ছিল পুরো উপজেলা। স্বাধীনতার পর এই প্রথম কামরুল হুদার নেতৃত্বে উজ্জীবিত পুরো উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত এক মাস ধরে পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রচারণা চলে। গত ২৫ জুলাই ৬ ইউনিয়ন ও ১ আগস্ট ৬ ইউনিয়নের ৮ সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়। ব্যালটে গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উজ্জ্বাস চলছে।
দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন; কাশিনগর ইউনিয়ন উত্তর সভাপতি রাসেল মাহমুদ মজুমদার টিটু, সেক্রেটারী আলমগীর আলম মজুমদার, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি ফরিদ মিয়া ইটালি, সেক্রেটারী সোলেমান কবির, উজিরপুর ইউনিয়ন সভাপতি হাজী ইব্রাহিম খলিল, সেক্রেটারী এমজি শাহ আলম পিন্টু, কালিকাপুর ইউনিয়ন সভাপতি ডাঃ মীর আহম্মেদ মজুমদার, সেক্রেটারী মফিজুর রহমান মুন্না, শ্রীপুর ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, সেক্রেটারী শাখায়াত হোসেন মিঠু, শুভপুর ইউনিয়ন দক্ষিণ সভাপতি অধ্যাপক জিয়াউর রহমান জিতু, সেক্রেটারী সেলিম মুহুরী, শুভপুর ইউনিয়ন উত্তর সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী আবদুল মতিন মেম্বার, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার, সেক্রেটারী শফিকুল ইসলাম, মুন্সিরহাট ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন মোল্লা, সেক্রেটারী মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলেমান কবির, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মিয়াজী, সেক্রেটারী ইয়াসিন মোল্লা, বাতিসা ইউনিয়ন সভাপতি এনামুল হক ছুট্টু, সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ সেলিম, চিওড়া ইউনিয়ন সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারী কাজী হাবিব আবু রকিব, গুণবতী ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সেক্রেটারী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ভুঁইয়া, জগন্নাথ ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সেক্রেটারী আবদুর রহিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী পারভেজ।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা শনিবার রাতে বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূলকে উজ্জীবিত করতে ১২ ইউনিয়নের ১৪ সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে পুরো উপজেলায় নেতৃত্বের প্রতিযোগিতা হয়েছে। গোপন ব্যালটে ভোট দিয়ে ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের ইউনিয়ন নেতৃত্ব নির্বাচিত করেছে। সারাদেশেই চৌদ্দগ্রামের এ কার্যক্রম ব্যাপক আলোচিত হয়েছে। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দও গোপন ব্যালটে নেতা নির্বাচনকে প্রশংসার চোখে দেখছেন।
এমআই