এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা বিক্রির সময় ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে মো. হাসিব হোসেন (৩৫) মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে হাসিবকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ৩২৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। হাসিব একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন বাদি হয়ে বুধবার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, হাসিবকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিবের বিরুদ্ধে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই