চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’-এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহা. বেলাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা সাবেক যুগ্ম সদস্য সচিব মামুন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এছাক ব্যাপারী, পৌর জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাছুম, আবদুর রহিম, নবনীতা যুব মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুব ঋণ গৃহীতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৬ জনকে এক লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
একে