রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সবাই রাজি বিএনপি-এনডিএম ছাড়া

রোববার, আগস্ট ১৭, ২০২৫
উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সবাই রাজি বিএনপি-এনডিএম ছাড়া

উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সবাই রাজি বিএনপি-এনডিএম ছাড়া 
সময় জার্নাল ডেস্ক:

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে। এতে ৮৪টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার, কী অবস্থান, তা সংযোজন করা হয়েছে। খসড়ায় ২১তম সুপারিশে বলা হয়েছে, সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি। ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন (পিআর) পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে। নির্বাচনের আগেই উচ্চকক্ষের ১০০ প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দল দুটি। 

শনিবার (১৬ আগষ্ট) ৩০ রাজনৈতিক দল এবং জোটকে খসড়া পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

সনদে বলা হয়েছে, উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন বিল পাস করতে হবে। তবে বিলটি নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে। 

১৫তম সুপারিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একইসঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবে না। এ বিধান সংবিধানে যুক্ত করা হবে। বিএনপি, এনডিএম, ১২ দলীয় জোট, ও জাতীয়তাবাদী সমমনা জোট এ সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) দিয়েছে।

৫০টি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে ৫ শতাংশ নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে ২৬টি দল একমত হয়েছে। জামায়াত এতে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার কথা বললেও দেয়নি।

নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সব দল রাজি হলেও দুদক, কর্মকমিশন, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাশের ক্ষেত্রে বিএনপি চারটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। 

সনদে বলা হয়েছে, সংবিধানের ৬(২) অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের। এতে ৩১টি দল ও জোট একমত হয়েছে। সংবিধানের ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে ৩০টি দল ও জোট একমত হয়েছে। 

রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজন করতে ৩১টি দল ও জোট একমত হয়েছে। সংসদের উভয় কক্ষের এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে ২৮টি দল। ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে ইসলামী আন্দোলন। 

রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে ৩১টি দল একমত হয়েছে। তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ-সংক্রান্ত সুপারিশে বিএনপিসহ ছয়টি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। 

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে বাছাই কমিটি গঠনে সব দল একমত হয়েছে। এ কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন। না পারলে দুই বিচারপতি কমিটির সদস্য হবেন। তাদের পছন্দক্রম ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। শেষে দুটি শর্তে রাজি হয়নি বিএনপিসহ সাতটি দল।

স্থানীয় সরকারের ভোট সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনে ন্যস্ত করতে সব দল রাজি হয়েছে। সরকারি কর্মচারীদের স্থানীয় সরকারে ন্যস্ত করতে ২৬টি দল একমত হয়েছে। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল