ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্তকরণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অনশনে বসেন। এসময় শিক্ষার্থীদের হাতে দেখা যায়— “সাইদ যেদিন বুক পেতেছে, ভয় সেদিন দূর হয়েছে”, “ছাত্র সংসদ আমাদের অধিকার”, “এক দফা এক দাবি—ছাত্র সংসদ কবে দিবি”—সহ নানা শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড।
শিক্ষার্থী আরমান বলেন, “আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। গত বছর ১০ আগস্ট প্রধান উপদেষ্টা ক্যাম্পাসে এসে নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা আমরণ অনশনে বসেছি। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।”
আরেক শিক্ষার্থী মাইদুল ইসলাম মাহিদ জানান, “আমাদের দুটি দাবি— দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা। ভিসি স্যার আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অনশনে থাকব।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের দাবিই আমার দাবি। আমি বেরোবির প্রথম উপাচার্য, যিনি ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন মহলে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া মিলেছে। আমি বিশ্বাস করি আগামী নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
একে