রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

হেক্সা-নাইট্রোজেন (N₆) কী টিএনটি বা আরডিএক্স এর তুলনায় অধিক শক্তিশালী?

রোববার, আগস্ট ১৭, ২০২৫
হেক্সা-নাইট্রোজেন (N₆) কী টিএনটি বা আরডিএক্স এর তুলনায় অধিক শক্তিশালী?

লেখক: মুহাম্মদ তাওফিকুল হাসান

প্রায় দুই শতাব্দীরও বেশি সময় পর জার্মানির গবেষক দলের দীর্ঘ প্রচেষ্টায় ২০২৫ সালের জুন মাসে আবিষ্কৃত হলো নাইট্রোজেন গ্রুপের নতুন সদস্য "হেক্সা-নাইট্রোজেন" (N₆)। শোনা যাচ্ছে, এটা নাকি টিএনটি বা আরডিএক্স এর থেকেও বেশি শক্তিশালী। বিস্ফোরকের দুনিয়ায় এই N₆ কতটা বিধ্বংসী হতে পারে, তা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতেই আজকের এই ফিচার।
 
নাইট্রোজেন রসায়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে, নিউট্রাল হেক্সা-নাইট্রোজেন (N₆)। জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা, সাধারণ কক্ষ তাপমাত্রায় ক্লোরিন বা ব্রোমিনের সাথে সিলভার অ্যাজাইডের (AgN₃) গ্যাস-পর্যায় বিক্রিয়া ঘটিয়ে N₆ তৈরি করতে সক্ষম হন। ১৮ শতকে প্রাকৃতিকভাবে পাওয়া ডাই-নাইট্রোজেন (N₂) আবিষ্কারের পর এটিই প্রথম স্থিতিশীল নিউট্রাল নাইট্রোজেন অ্যালোট্রোপ; কক্ষ তাপমাত্রায় যার স্থায়িত্বকাল প্রায় ৩৬ মিলিসেকেন্ড। কার্বনের মতো নাইট্রোজেনও এখন বিভিন্ন অ্যালোট্রোপিক গঠন তৈরি করতে পারে। গবেষকরা ইতিমধ্যেই অন্যান্য পলিনাইট্রোজেন যৌগসহ আরও বড় এবং আরও স্থিতিশীল অণু (যেমন: N₁₀) তৈরিরও চেষ্টা করছেন।

এখন আসল কথায় আসা যাক। হেক্সা-নাইট্রোজেন (N₆) কী টিএনটি কিংবা আরডিএক্স -এর তুলনায় অধিক শক্তিশালী?  
টিএনটি-এর ডিটোনেশন ভেলোসিটি গড়ে ৬.৮৮km/s এবং ডিটোনেশন প্রেসার প্রায় ১৯.৫GPa।
আরডিএক্স -এর ডিটোনেশন ভেলোসিটি গড়ে ৮.৭১–৮.৭৫km/s এবং ডিটোনেশন প্রেসার প্রায় ৩৩.৭GPa।
হেক্সা-নাইট্রোজেন-এর ডিটোনেশন ভেলোসিটি ৮.২২–৯.৪৯km/s এবং ডিটোনেশন প্রেসার ২৯.৬–৪২.৪GPa পর্যন্ত পরিমাপ করা হয়েছে। 
  
অর্থাৎ, N₆ এর খাঁটি রূপ এবং এর শক্তিশালী ডেরিভেটিভগুলো টিএনটি থেকে বেশ কয়েক গুণ ও আরডিএক্স থেকেও কিছু ক্ষেত্রে বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, এবিডিএনটি নামের N₆ ডেরিভেটিভের ডিটোনেশন ভেলোসিটি ৯.৪৯km/s ও প্রেসার ৪২.৪GPa; যা বর্তমানে প্রচলিত বিস্ফোরকগুলোর তুলনায় অনেক বেশি (২-২.২ গুণ বেশি) শক্তি মুক্ত করতে পারে। 

N₆ এর আরও একটি আকর্ষণীয় দিক হলো এটি ভেঙে গেলে কোনো ধরণের বিষাক্ত বা গ্রিনহাউজ গ্যাস তৈরি করেনা। পরিবেশের জন্য ক্ষতিকর না হওয়ায় ভবিষ্যতে পরিচ্ছন্ন জ্বালানি (ক্লিন এনার্জি) এর বিকল্প হিসেবে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। 

শিল্পক্ষেত্রে এর ব্যবহার এখনো ভবিষ্যতের বিষয়, কারণ N₆ তৈরির প্রক্রিয়া বেশ জটিল এবং এটির উৎপাদনে বিশেষ পরিস্থিতির প্রয়োজন হয়। বর্তমানে N₆ কে দীর্ঘস্থায়ী করতে প্রচণ্ড ঠান্ডা (ক্রায়োজেনিক পরিস্থিতি) দরকার এবং সহজেই এর কার্যকর উৎপাদন সম্ভব নয়। অদূর ভবিষ্যতে উচ্চচাপ-উচ্চতাপমাত্রার সাহায্যে বৃহৎ পরিসরে উৎপাদন করা গেলে শিল্পে এর ব্যবহার বৃদ্ধি পাবে।

বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, N₆ এর জমাকৃত শক্তি নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে মুক্তি দেয়া। এটি সঠিকভাবে কার্যকর করা গেলে N₆ হবে ভবিষ্যতের সুপারহাই এনার্জি ম্যাটেরিয়াল ও পরিচ্ছন্ন শক্তিদায়ী বিস্ফোরক। সামনের দিনগুলোতে উৎপাদন সক্ষমতা বাড়লে, উচ্চ-শক্তির ব্যাটারি তৈরি থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি এমনকি ডেটা সেন্টার কুলিংয়েও এর ব্যবহার দেখা যেতে পারে।

সবশেষে বলতেই হয়, অসীম সম্ভাবনাময় এই হেক্সা-নাইট্রোজেন (N₆) এর আবিষ্কার কেবল রসায়ন বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনাই নয়, প্রযুক্তির জগতেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল