রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের কারণে কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করেছিলো আশ্রায়ণ কেন্দ্রে ঘর পাওয়া অসহায় দিনমজুর পরিবার গুলো। অসহায় এসব পরিবারের মুখে হাসি ফোটাতে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে চাল, ডাল, তেল,চিনি ও লবন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলাম উপজেলার ১২ টি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ৩৭৪ টি পরিবারের মাঝে এসব নিত্যপণ্য বিতরণ করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি মরিচাকান্দি আশ্রয়ন প্রকল্পের দেলোয়ারা খাতুন। তিনি বলেন, আমার স্বামী কামলা (দিনমজুর) দেয়। লকডাউনে কামকাজ করবার পায় নাই খাওনের খুব কষ্ট আছিল। আইজকা ইউএনও স্যার আমাগোরে ঘরে আইসা চাইল ডাল দিয়া গেলো কয়েকটা দিন এহন আর খাওয়ার চিন্তা থাকপো না।
শিবেরডাঙ্গী আশ্রয়ন প্রকল্পের জাহানারা খাতুনের স্বামী ভ্যান চালক দৈনিক উপার্জনে চলত পরিবরটি। কঠোর লকডাউনে তাদের আয় কমে গিয়েছে তাই দৈনন্দিন খাবারেও এর প্রভাব পরেছে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুব খুশি পরিবারের সদস্যরা।
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঈদ উল আযহা ও করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধের কারনে উপজেলার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত অসহায় দিনমজুর পরিবার গুলোকে আজ নিত্যপণ্য উপহার দেওয়া হয়েছে। নিজ হাতে আমি প্রত্যেকটি বাড়িতে গিয়ে এ উপহার পৌঁছে দিয়েছি।
তিনি আরও জানান,করোনা কালে কোন অসহায় পরিবারের যদি খাদ্য সহায়তা দরকার হয় আমাকে জানালে আমি খাবারের ব্যবস্থা করবো।
সময় জার্নাল/এমআই