মুকবুল হোসেন : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার থেকে পশু কুরবানির হাট শুরু হবে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর ভবেরচর উচ্চ বিদ্যালয় মাঠে, কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন স্থায়ী কুরবানির হাট সহ অস্থায়ী আরো চারটি কুরবানির হাট শুরু হতে যাচ্ছে। অস্থায়ী কোরবানি হাটের মধ্যে শুক্রবারে ঈদ উপলক্ষে গরু, ছাগল কেনাকাটা শুরু হবে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও ঐতিহ্যবাহী ভবেরচর কলিমুল্লাহ কলেজ মাঠ সংলগ্ন বাজারে।
শনিবার থেকে রসুলপুর অস্থায়ী কুরবানির হাট, বালুয়া কান্দি ইউনিয়ন রায়পাড়া মাঠেঅস্থায়ী কুরবানির হাট সহ ঈদের পূর্বদিন পর্যন্ত এই চারটি বাজারে পাওয়া যাবে পছন্দ অনুযায়ী কুরবানী দেওয়ার পশু। মহামারী করোনাভাইরাস এর কারণে প্রতিবছরের ন্যায় বেশি সময় পাওয়া যায়নি। বাজার মিলবে ১৬ তারিখ থেকে ২০ তারিখ কেবল মাত্র ৫ হতে ৬ দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় চারটি অস্থায়ী কুরবানির হাট সহ ভবেরচর উচ্চ বিদ্যালয় মাঠে মিলবে শুক্রবার হতে ঈদের পূর্ব পর্যন্ত পছন্দসই কোরবানির গরু ছাগল কেনাকাটা।
সময় জার্নাল/এমআই