আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহওয়ী নিহত হয়েছেন। শনিবার চালানো ওই হামলায় আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের মন্ত্রীও প্রাণ হারান বলে হুথি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইসরায়েল জানিয়েছে, হামলাটি ছিল একটি “বুদ্ধিমত্তাভিত্তিক অভিযান”। লক্ষ্য ছিল হুথি সরকারের প্রতিরক্ষা মন্ত্রীসহ সামরিক নেতৃত্ব। স্থানীয় সময় শনিবার একটি বৈঠকের সময় তাদের ওপর এই হামলা চালানো হয়।
হুথিদের পক্ষ থেকে জানানো হয়, নিহত প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ মোফতাহ। এদিকে হুথি সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত এক বিবৃতিতে বলেছেন, “এই রক্তের বদলা নেওয়া হবে” এবং প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।
২০২৪ সালের আগস্টে আহমেদ গালেব আল-রাহওয়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তার মৃত্যু হুথি সরকারের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েলের পক্ষ থেকে হুথিদের ওপর পরিচালিত সর্বোচ্চ পর্যায়ের টার্গেটেড হামলা, যা চলমান আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র করতে পারে।
একে