বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

প্রবাসে চৌদ্দগ্রাম শিকড়ের টানে হাজারো মানুষের মিলনমেলা

বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
প্রবাসে চৌদ্দগ্রাম শিকড়ের টানে হাজারো মানুষের মিলনমেলা

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মনোরম হ্যাকচার স্টেট পার্কে জমকালে আয়োজনে শেষ হয়েছে চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন-২০২৫। গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী চৌদ্দগ্রামবাসীর মিলনমেলা রূপ নেয় এক প্রাণোচ্ছল উৎসবে। হাসি-আনন্দ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর দেশীয় খাবারের সুবাসে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠান ও নেতৃত্বের বক্তব্য; সকাল ১০:৩০ মিনিটে সভাপতি কাজী এনামুল হক-এর নেতৃত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোর্ড অফ ট্রাস্টির সিনিয়র সদস্য আব্দুল করিম ও আহ্বায়ক ইমাম হোসেন অপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল করিম, মাওলানা ইলিয়াস হোসেন, শাহ মোহাম্মদ শাখাওয়াত, জসিম উদ্দিন, শাহজাহান শাহীন, সাবেক সচিব আবু তাহের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক এমদাদুল হক কামাল এবং কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ-ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাবুবুল আলম,সহ-সভাপতি নুর মোহাম্মদ রিজু, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হক স্বপন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন আয়য়ান, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, সদস্য মোঃ আজিজুল হক, কাজী ইসলাম, হাছান মতিউর প্রমুখ।

স্বেচ্ছাসেবীদের অবদান; এবারের বনভোজন সফল করতে যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য-কাজী আজাদ, কাজী এমরান হোসেন, মো. আতিকুল ইসলাম, মোহাম্মেদ জিয়াউল হক, এইচ. এম. তামিম হোসেন, জাকির হোসেন সুমন, সাইদুর রহমান(ভার্জিনিয়া), রাশেদ, ওমর, জাহাঙ্গীর হোসেন(রাঁধুনী), তাজুল ইসলাম, ফখরুল ইসলাম, রাশেদুল ইসলাম, রিপন, মেজবা উদ্দিন, মনির রহমান, মো. সাহাদাত হোসেন, শিহাব উদ্দিন, আদনান, লিটন মজুমদার, সাইফুল খান প্রমুখ। তাঁদের নিবেদিত সহায়তা ও সহযোগিতার কারণেই পুরো আয়োজন প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
সভাপতি কাজী এনামুল হক বলেন; “এই বনভোজন আমাদের সমাজজীবনের প্রতিচ্ছবি। এখানে রয়েছে ভালোবাসা, হাসি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। আমরা প্রবাসে থেকেও শিকড়ের টানে ঐক্যবদ্ধ”। তিনি বিশেষ ধন্যবাদ জানান বাংলাদেশ এইচ.বি গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুল হুদা-কে, যিনি কুরিয়ারের মাধ্যমে টি-শার্ট ও পোলো গিফট পাঠিয়ে সবাইকে এক রঙে রাঙাতে সক্ষম হয়েছেন। উপদেষ্টা মাওলানা ইলিয়াস হোসেন ও জসিম উদ্দিন প্রবাসে সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

সাবেক সচিব আবু তাহের চৌধুরী বলেন; “আজকের বনভোজন শুধু আনন্দের নয়, এটি আমাদের নতুন প্রজন্মকে শেকড় চিনিয়ে দেওয়ার এক মহৎ সুযোগ।” উপদেষ্টা শাহ মোহাম্মদ শাখাওয়াত, শাহজাহান শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য কার্যকরী কমিটি, স্পন্সর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

এমদাদুল হক কামাল বলেন; “আজ আমরা প্রমাণ করলাম, প্রবাসে থেকেও আমরা একে অপরের পাশে আছি—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি বিশেষভাবে আহ্বায়ক ইমাম হোসেন অপন ও তাঁর বাস্তবায়ন টিমকে ধন্যবাদ জানাই, যাদের নেতৃত্বে এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে শেষ হলো।”

স্মরণিকা ‘শিকড়’ উন্মোচন: সম্পাদক ও আহ্বায়ক ইমাম হোসেন অপন স্মরণিকা ‘শিকড়’-এর মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন; “হাজারো মানুষের অংশগ্রহণে আজ আমরা প্রবাসের মাটিতে এক টুকরো চৌদ্দগ্রাম উপহার দিতে পেরেছি। স্মরণিকাটি আমাদের শিকড়, মাটি ও মানুষের গল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে।”

সঞ্চালনা ও কার্যক্রম: পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মাহবুব হোসাইন। খেলা পরিচালনা করেন ক্রিয়া সম্পাদক কাজী আরিফ এবং দপ্তর সম্পাদক ইকবাল হোসেন। র‌্যাফেল ড্র ও টি-শার্ট বিতরণে ছিলেন আজিজুল হক ও মহিলা সম্পাদিকা শিউলি আক্তার।

খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা: শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের মিউজিক্যাল বালিশ খেলা, র‌্যাফেল ড্র এবং মনোমুগ্ধকর গজল, কবিতা ও গান দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে।

দেশীয় স্বাদের ভোজ: অতিথিদের জন্য পরিবেশিত হয় পোলাও, চিংড়ি, গরু-খাসির মাংস, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, মিক্স ভেজিটেবল, মিষ্টি ও ফলের আয়োজন। বাচ্চাদের জন্য ছিল বিশেষ মেনু, রোস্ট পোলাও, ফ্রাইড রাইস, ডিম ও চিকেন। সকালের স্পেশাল নাস্তা, বিকেলের ছানা-মুড়ি ভাজা এবং চা-কফির সুব্যবস্থাও ছিল।

সম্মাননা ও স্বীকৃতি: অনুষ্ঠানে আহ্বায়ক ইমাম হোসেন অপন-কে প্রদান করা হয় ‘এপ্রিসিয়েশন এওয়ার্ড-কনভেনার, পিকনিক-২০২৫’। তিনি বলেন; “এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমি পুরো বাস্তবায়ন টিমকে উৎসর্গ করলাম। এটি আমাকে ভবিষ্যতে সমাজসেবায় আরও অনুপ্রাণিত করবে।”

ভবিষ্যতের পরিকল্পনা: দিনশেষে সভাপতি ও বোর্ড অফ ট্রাস্টি ঘোষণা করেন। ‘আগামী বছর আরও বৃহৎ পরিসরে বনভোজন আয়োজন করা হবে। নিউ জার্সিতে ৫০টি কবরের ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং প্রবাসী চৌদ্দগ্রামবাসীর কল্যাণে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে’।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল