বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

চীনে এসসিও সম্মেলন: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন অধ্যায়

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
চীনে এসসিও সম্মেলন: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন অধ্যায়

সময় জার্নাল ডেস্ক:

চীনের উত্তরের বন্দরনগরী থিয়েনচিনে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২০২৫ শাংহাই সহযোগিতা সংস্থা ছিল এযাবৎকালের বৃহত্তম এসসিও শীর্ষ সম্মেলন। ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অংশ নিয়েছিলেন এই সম্মেলনে। অর্জিত হয়েছে ৮টি প্রধান ফলাফল। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন বলেন,  ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠার পর থেকে সদস্য রাষ্ট্রগুলো শাংহাই স্পিরিট সমুন্নত রেখেছে। আর এই চেতনা হলো—পারস্পরিক আস্থা, সুবিধা, সমতা, আলোচনা, ভিন্ন সভ্যতার প্রতি সম্মান এবং অভিন্ন উন্নয়নের প্রচেষ্টা। তারা সুযোগগুলো ভাগাভাগি করে নিয়েছে এবং অভিন্ন উন্নয়নকে এগিয়ে নিয়েছে। তারা যুগান্তকারী ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং এক নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের চমৎকার উদাহরণ স্থাপন করেছে।
 
এসসিও এখন ২৭টি দেশের একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে, যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা জুড়ে বিস্তৃত। এর আওতায় রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এবং বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের এক চতুর্থাংশ। এসসিও বর্তমানে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা ও এলাকা জুড়ে বিস্তৃত এবং সবচেয়ে বেশি উন্নয়ন সম্ভাবনাময় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত হয়েছে।

এবারের সম্মেলন থেকে আগামী দশ বছরের জন্য এসসিও'র উন্নয়ন কৌশল প্রণয়ন করা হয়েছে। এতে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক একীকরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

সদস্য দেশগুলো একটি এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এই ব্যাংক সদস্য দেশগুলোর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক প্রকল্পে অর্থায়ন করবে। এর মাধ্যমে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।
 
বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার সমর্থনে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ঘোষণাপত্রে একটি স্থিতিশীল ও ন্যায্য বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এতে কোনো একক শক্তির আধিপত্যের পরিবর্তে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়।
আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে চারটি নিরাপত্তা কেন্দ্র চালু করা হয়েছে। এগুলো নিরাপত্তা হুমকি, সাইবার অপরাধ, আন্তর্জাতিক সংগঠিত অপরাধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কাজ করবে।  বাস্তবসম্মত সহযোগিতার জন্য ছয়টি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।  
 
চায়না–এসসিও ডিজিটাল ইকোনমি কো-অপারেশন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর শিল্পখাতের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ডিজিটাল এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারকে আরও শক্তিশালী করা। 

রাশিয়া, ভারত, ইরান, পাকিস্তানসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান, জাতিসংঘ ও আসিয়ানের মহাসচিবসহ সবার অংশগ্রহণে এই আয়োজন সারা বিশ্বের নজর কেড়েছে। পাশাপশি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে রাষ্ট্রপ্রধানদের সাইডলাইন দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

সফল থিয়েনচিন শীর্ষ সম্মেলন এসসিও-কে উচ্চমানের উন্নয়নের এক নতুন পর্যায়ে নিয়ে যাবে, যার বৈশিষ্ট্য হবে আরও শক্তিশালী সংহতি, সমন্বয়, গতিশীলতা এবং উৎপাদনশীলতা। এটি নিঃসন্দেহে সংস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল