নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের দাম কিছুটা ওঠানামা করছে। তবে সবজির দামে তেমন কোনো পরিবর্তন নেই। ব্যসায়ীরা বলছেন, কয়েক দিন বৃষ্টি হলেই পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এর ফলে বাজারে সবজির দাম বেড়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়।
শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, রায়ের বাজার, ঝিগাতলা কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ও পাকিস্তানি মুরগি কেজিপ্রতি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় রুই-কাতল মাছ ৬০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, প্রতি কেজি ইলিশ বিভিন্ন সাইজ অনুযায়ী ২৫০০ থেকে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন তেমন কোনো সবজি নেই। এর মধ্যে টমেটোর কেজি ২০০ টাকা, নতুন শিম ২০০, ঢেঁড়শ, চিচিঙ্গা, পটল ৬০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ টাকা দরেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।
নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের দাবি, সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে বাজারে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যায়। অন্যদিনের চেয়ে অনেক বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এজন্য প্রতি শুক্রবার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।
অন্য দিনের চেয়ে শুক্রবার বাজারে দাম বেড়ে যায় বলে অভিযোগ করেছেন জালাল উদ্দিন নামে টাউন হল বাজারের এক ক্রেতা। তিনি বলেন, আমরা সপ্তাহে একদিন ছুটি পেয়ে বাজারে এলেই ব্যবসায়ীরা আমাদের পকেট কাটে। যে যেভাবে পারছে পণ্যের দাম বাড়িয়ে রাখছে। পুরো বাজারজুড়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। যার ফলে প্রতি দোকানে দাম বাড়িয়ে দিয়ে ব্যবসায়ীরা একই দামে পণ্য বিক্রি করছে। এ সিন্ডিকেট ভেঙে দিতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এমআই