জাকারিয়া শেখ,ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম শিমুলবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ফুলবাড়ী থানা পুলিশের দক্ষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের নিয়মিত অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একে