মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর থেকে একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে।
গত ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলে তারপর থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ বেলাল হোসেনে (১২) সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৯নং ওয়ার্ড সোলেমান বাজার সংলগ্ন খলিলের বাড়ির খলিলের ছেলে।
বেলাল পূর্ব মোহাম্মদপুর হাফেজিয়া বিসমিল্লাহ মাদরাসার হেফজ খানার ছাত্র, তার গায়ের রং ফর্সা, হারিয়ে যাওয়া সময় তার গায়ে ছিলো হাফহাতা গেঞ্জি ও পরনে ছিলো লুঙ্গি।
ছেলেকে হারিয়ে মা- বাবা পাগল প্রায়, তারা জানান, ছেলেটি মাদ্রাসা থেকে বাড়িতে বেড়াতে আসে, পরে ঘটনারদিন সকালে বাড়ি থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় চলে যায়। দুইদিন পরে ছেলের খোঁজ খবর নিতে গেলে হুজুর জানায় ছেলে মাদ্রাসাতে যায়নি। তবে সহপাঠীরা বলছে সে ঐদিন সকাল মাদ্রাসায় গিয়ে একটি গেঞ্জি ও লুঙ্গি নিয়ে বের হয়ে পড়েন।
এলাকার মানুষ জানিয়েছেন, ছেলেটি ভালোই ছিলো, হটাৎ কি থেকে কি হয়ে গেলো সেটা তারা বুঝতে পারছেনা, আজ একমাস ধরে ছেলেটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সে বর্তমানে ৭ পারা কোরআনে হাফেজ।
কোন ব্যাক্তি ছবিতে দেওয়া ছেলেটিকে কোথাও দেখলে যেনো অতিদ্রুত নিচে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করেন। সন্ধান দাতাকে উপযুক্ত সন্মান করার ঘোষণা দেন তার পরিবার।
এমআই