রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার (১৩ সেপ্টেম্বর)।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। তবে সিনেট পদে নির্বাচন করবেন তিনি। সোমবার ( ১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি শুরুতেই স্বতন্ত্র পদে মনোনয়ন জমা দিয়ে রেখেছিলাম। নিয়ম মেনেই মনোনয়নপত্র তুলেছিলাম। এছাড়া মনোনয়ন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার, নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ। আমি কোন প্রকার চাপে মনোনয়ন প্রত্যাহার করে নি। সংগঠনের প্যানেলকে শক্তিশালী করার জন্যই আমি মনোনয়ন প্রত্যাহার করেছি।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন তাকে প্যানেলে রাখলো না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দলের সাংগঠনিক সম্পাদক। সেই জায়গা থেকে সংগঠন মনে করেছে আমার দ্বারা সাংগঠনিক কর্মকাণ্ড করলে সংগঠনটি বেশি গতিশীল হবে। তাই তারা আমাকে রাখেনি।
এসময় তিনি আরও জানান,ভিপি পদে মনোনয়ন প্রত্যাহার করলেও সিনেট পদে তিনি নির্বাচন করবেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু । ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় থাকলেও প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মাহমুদুল মিঠু।
এমআই