গাজীপুর প্রতিনিধি: আজ সোমবার কথাসাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী। করোনা পরিস্থিতির কারণে এবারও হুমায়ুনের মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে সংক্ষিপ্ত আকারে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, সকাল থেকে আশপাশের মসজিদের ৬/৭ জন মাওলানা নিয়ে কোরআন খতম দেয়া হবে। সকাল ৯ থেকে ১০টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই সন্তান নিষাদ ও নিনিত নুহাশপল্লীতে আসার কথা রয়েছে। তারা স্যারের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেবেন।
উল্লেখ্য, জনপ্রিয় এ লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর হুমায়ূন আহমেদকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।
সময় জার্নাল/আরইউ