স্পোর্টস ডেস্ক:
চলতি এশিয়া কাপের ১৭তম আসরে টিকে থাকতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি কার্যত টাইগারদের জন্য ‘অঘোষিত ফাইনাল’। কারণ, এই ম্যাচে হার মানেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত। আর জিতলেই বেঁচে থাকবে সুপার ফোরে খেলার স্বপ্ন।
বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়ে গেছে টাইগাররা। তাই আফগানদের বিপক্ষে ম্যাচটি এখন বাঁচা-মরার লড়াইয়ে রূপ নিয়েছে। তবে শুধু জিতলেই হবে না, সুপার ফোরে যেতে হলে নজর রাখতে হবে নেট রানরেটের দিকেও।
বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। তবে সুপার ফোরে যেতে হলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছেও হারে, তখন পয়েন্ট থাকবে ২। বাংলাদেশ যাবে সরাসরি সুপার ফোরে, রানরেট না দেখেই।
এদিকে আফগানরা যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশের পয়েন্ট হবে সমান (৪)। সুপার ফোরে যেতে হবে রানরেটের হিসাব মেলাতে। বাংলাদেশ আফগানিস্তানকে কত বড় ব্যবধানে হারায়, সেটাই হবে মূল ফ্যাক্টর।
শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের কাছে হারে, কিন্তু হংকংকে হারায়। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান (৪)। আবারও নির্ভর করবে নেট রানরেটের উপর।
বাংলাদেশের সামনে এখনও সুপার ফোরে যাওয়ার সুযোগ আছে, তবে তার জন্য আফগানিস্তানের বিপক্ষে বড় জয় খুবই জরুরি। পাশাপাশি হিসাব-নিকাশের এই খেলায় অন্য দলগুলোর ফলাফলের দিকেও চোখ রাখতে হবে। এখন দেখার বিষয়, টাইগাররা চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারে কিনা।
এমআই