বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। এছাড়া, ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। বিপুল এই ভোটারদের জন্য ৯টি অ্যাকাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া ভোট গ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এই ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’
অধ্যাপক ড. নজরুল আরও বলেন, ‘ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। তাছাড়া ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।’
এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছে রাকসু, সিনেট নির্বাচনে। এদিকে হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
একে