শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ডিআইইউতে উদযাপিত হলো আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৫

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
ডিআইইউতে উদযাপিত হলো আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে। বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)-এর সহযোগিতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট-টিচার সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রঙিন ও স্মরণীয় হয়ে ওঠে।

দিনের শুরুতে এক প্রাণবন্ত র‍্যালি শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিআইইউ মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান শিশির স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. এটিএম মাহবুবুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তানিয়া মান্নানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ মানজুরুল করিম, বিএসএম-এর সভাপতি ড. মুনিরুল আলম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মাদ মাঞ্জুরুল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাসনিম তাওহীদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মোঃ ফকরুদ্দিন। তাঁরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “একদিন মাইক্রোবায়োলজির শিক্ষার্থীরাও মহাকাশ অন্বেষণে ভূমিকা রাখবে।”

দিনব্যাপী আয়োজনে ছিল রিসার্চ এক্সপো, থ্রি-মিনিট প্রেজেন্টেশন (3MP) প্রতিযোগিতা ও আঞ্চলিক ভাষায় কমেডি স্পিচ। রিসার্চ এক্সপোতে উদ্ভাবনী গবেষণার মধ্যে প্রথম স্থান অর্জন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির দল তাদের প্রকল্প “AquaBullet: Magic Microbial Cocktail for Resurrecting Polluted Water Bodies of Bangladesh” এর জন্য। দ্বিতীয় স্থান পায় ডিআইইউ-এর দল “Plastic-Degrading Bacteria: A Sustainable Solution to Plastic Pollution in Bangladesh” উপস্থাপনার জন্য এবং তৃতীয় স্থান লাভ করে কারস দলের “Rapid Detection Kit for Detecting Lead, Chromate, and Metanil Yellow in Turmeric Powder”।

3MP প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডিআইইউ শিক্ষার্থী এস. এম. মেহেদী হাসান এবং দ্বিতীয় স্থান অর্জন করে আতকিয়া আমিনা। কমেডি স্পিচ প্রতিযোগিতায় ডিআইইউ-এর নাফিসা ইসলাম ও সাদিয়া সারওয়ার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া বিভাগীয় ইনডোর গেমস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এবারের আন্তর্জাতিক অণুজীব দিবসের প্রতিপাদ্য ছিল “Harnessing Microbes for a Better Earth”। দিনশেষে সমাপনী পর্বে শিক্ষার্থীরা অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে অণুজীববিজ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও জাতীয় অগ্রগতির স্বপ্ন বুকে লালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল