এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, গনতন্ত্র পুনরুদ্ধার সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে বিগত ফ্যাষ্টিস্ট সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। আর এখন প্রয়োজন গনতন্ত্রান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামি ফেব্রুয়ারি মাসের নির্বাচন কোন অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।
শুক্রবার জুমার নামাজ শেষে মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসষ্ট্রান্ডে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ঢাকা শ্যামপুর থানা শ্রমীক দলের সভাপতি মো. হারুন অর রশীদ, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা, পৌর সভাপতি মাসুদ খান চুন্নু, পৌর বিএনপি নেতা মাসুম ফকির, পৌর শ্রমীক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কুদ্দুস, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার, পৌর সভাপতি ইব্রাহিম হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, নির্বাচনের নিদিষ্ট সময় কালক্ষেপন হলে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, যাতে জঙ্গিবাদ মাথাচড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই ফেব্রæয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহŸান জানান তিনি।
এমআই