মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন।
তিনি বলেন, সারাদেশে স্বেচ্ছাসেবকদলের কর্মীরা ধানের শীষের প্রচারণায় সক্রিয়।
চৌদ্দগ্রামেও আপনাদের নেতা কামরুল হুদার ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আপনারা সক্রিয় থাকলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না
এ উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ইসহাক বেপারী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক, তোফায়েল আহম্মেদ, এমদাদুল হক শিপন, নজির আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাছুম, আসাদুজ্জামান লিটন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশীদ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সোহাগ, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা মহিন হাজারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এমআই