দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলার নতুন পৌর বাস টার্মিনালে ২ হাজার হতদরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও এক প্যাকেট সেমাই।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়াামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আবদুস সামাদ বিশ্বাস, পৌর কাউন্সিলর মইনুল ইসলাম অপু, যুবলীগ নেতা নাজমুল ইসলাম ফকির প্রমূখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই