ইসাহাক আলী, নাটোর: নাটোরের সিংড়ায় ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করেছেন
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার সকালে সিংড়া কোর্ট মাঠের পাশে সিংড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ হাসপাতালের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার শামিরুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী মানবিক সহায়তা প্রদানসহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।
সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন বলেন, সিংড়ার মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় উদ্যোগ ও মাননীয় প্রতিমন্ত্রীর সার্বিক সহায়তায় সমিতি গঠন করে হাসপাতালটি চালু করা হলো। এতে চলনবিল অঞ্চলের সাধারণ মানুষ স্বল্প খরচে ডায়াবেটিক নির্ণয় ও চিকিৎসা নিতে পারবে।
এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূধীজনদের নিয়ে ২৮ সদস্যের কমিটি দ্বারা পুরাতন কোর্ট ভবনে হাসপাতালটি পরিচালিত হবে।
সময় জার্নাল/এমআই