ইসাহাক আলী, নাটোর: নাটোরের সিংড়ায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ফিট এন্ড ফাইন উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি জিমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সিংড়া কোর্ট মাঠের পাশে এর উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শামিরুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষার কথা চিন্তা করে জিমটি স্থাপন করা হয়েছে। এতে সিংড়ার স্বাস্থ্য সচেতন মানুষ নামমাত্র ফি দিয়ে শারিরিক ব্যায়াম করতে পারবেন যাতে তিনি তার স্বাস্থ্যকে সুগঠিত করতে পারবেন পাশাপাশি শরীর সুস্থ্য হলে তিনি শারিরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করোনার মহামারিতেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। ভবিষ্যতে জিমটিকে আরো সমৃদ্ধ করা সহ নারীদের জন্যও জিমের আলাদা ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
সময় জার্নাল/এমআই