এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১০টি পরিবারকে বিভিন্ন ধরণের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। হয়রানী থেকে বাচতে ভূক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলিটিক্সের বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হোগলপাতি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।
তারা বলেন, একই গ্রামের আব্দুল হামিদ শেখ পরিকল্পিতভাবে ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে থানা ও আদালতে ৪টি মামলা দায়ের করেছে। মানববন্ধনে অনুরূপ হয়রানীর অভিযোগ তোলেন একই গ্রামের আব্দুর রহিম হাওলাদার, হাসান শেখ ও আলতাফ শেখ।
এ বিষয়ে আব্দুল হামিদ শেখ সকল অভিযোগ অস্বিকার করে বলেন, একটি মহল অন্যায় আবদার প্রতিষ্ঠিত করতে না পেরে আমার বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকান্ড শুরু করেছে।
এমআই