সময় জার্নাল প্রতিবেদক:
ভূ-রাজনৈতিক অর্থনীতিবিদ ও এনবিইআরের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেছেন, রেমিট্যান্স আসতেছে সাগরের ঢেউয়ের মত আসতেছে। বাংলার মানুষ রেমিট্যান্স পাঠাচ্ছে। কিন্তু রেমিট্যান্স টাকাটা জনগণের কাছে যাচ্ছে না। রেমিট্যান্স নিয়ে আপনাদের একটা ভুল ধারণা আছে।
রেমিট্যান্সের প্রবাহ আছে তারপরও অর্থনীতির ভিত শক্ত হচ্ছে না কেন জানতে চাইলে এই অর্থনীতিবীদ এ কথা বলেন।
অধ্যাপক পারভেজ বলেন, এটা আপনাদের একটা ভুল ধারণা আছে। প্রথম কথা হচ্ছে যে রেমিটেন্স আসতেছে সাগরের ঢেউয়ের মত আসতেছে। বাংলার মানুষ রেমিটেন্স পাঠাচ্ছে। কিন্তু রেমিটেন্সের টাকাটা জনগণের কাছে যাচ্ছে না। আমাদের আগে এত পরিমাণ ঋণ রয়ে গেছে। ওয়ান হান্ড্রেড বিলিয়নের বেশি শুধু চায়নায়। এটাকে আমরা বলি ড্যাপ সার্ভিসিং।
তিনি বলেন, রেমিটেন্স যদি না আসতো, আমি হলফ করে বলতে চাই, সরকারকে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে হতো। এখন ড্যাপ সার্ভিস করতেছে নাম্বার ওয়ান। তারপরে আপনার আমার দেশের জন্য কনজিউমার আইটেম ভোজ্য আইটেমগুলো ইম্পোর্ট বিল করতেছে। আবার প্রতেক তিন মাস পরপর ব্যালেন্স অব পেমেন্ট এর ক্ষেত্রে পে করতে হয়। এটা হচ্ছে পেমেন্ট। এটা কখনও কখনও ২.২ বিলিয়ন। প্রফেসর ইউনুস স্যার উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ওইটা সামলাচ্ছেন।
অধ্যাপক সৈয়দ আহসানুল আলম বলেন, তবে ইউনুস স্যারের বিরুদ্ধে আমার একটা অভিমান আছে। সেটা হচ্ছে যে রেমিটেন্সের কিছু টাকা গরিব মানুষের কাছে সোশ্যাল সেফটি নেট হিসেবে ইনজেক্ট করলে দেশের চেহারাটা আরেকটু ভালো হতো।
এমআই