এম.পলাশ শরীফ, বাগেরহাট:
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়েত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন।
শুক্রবার ১০টায় জামায়েত ইসলামীর উদ্যোগে উপজেলার নব্বইরশী বাসষ্ট্রান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে এ মিছিলে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। পরে কাপুড়িয়াপট্রি সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়েত আমীর মাওলানা শাহাদৎ হোসেন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে বালুর রাস্তা চত্বরে সমাবেশে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মোরেলগঞ্জ-শরণখোলা আসনে মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী, উপজেলা সেক্রেটারী মাওলানা মো. আসাদুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কাপুড়িয়া পট্ট্রিতে সংক্ষিপ্ত পথসভা করেন। সভায় বক্তারা বলেন, আনুপাতিক হারে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন বাংলার মানুষ মেনে নিবে না।
এমআই