এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করার জন্য মন্দির কমিটির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে র্যাব-১০।
শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এই অনুরোধ জানান। তিনি মন্দির কমিটিকে যেকোনো প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণে উৎসাহিত করেন।
এর আগে র্যাবের এই কর্মকর্তা ফরিদপুর শহরের গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন।
স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।
র্যাব কর্তৃপক্ষ আশা করছে, সকলের সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এমআই