রুহুল সরকার, রাজীবপুর প্রতিনিধি:
সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মানুষ ঈদ উল আজহা উদযাপন করেছে।
মঙ্গলবার(২০) জুলাই উপজেলার করাতি পাড়া, ফকির পাড়া উত্তর জোয়ানেরচর চর গ্রাম গুলোর কয়েক শতাধিক পরিবার ঈদ উৎসব উদযাপন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোঁটার পরপরই নামাজ শেষ করে পশু কোরবানি দিয়ে ঈদ উল আযহার আনুষ্ঠানিকতা পালন করে স্থানীয়রা।
মোহনগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ওয়ার্ডের শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা পালন করে।
এতে স্থানীয় ভাবে কোন সমস্যা হয় না।বংশপরম্পরায় তারা এভাবেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উৎসব উদযাপন করে বলেও জানিয়েছেন তিনি।
সময় জার্নাল/এমআই