এম.পলাশ শরীফ, বাগেরহাট: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মধ্যে হলদিবুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে দুই ড্রাম মাছ জব্দ করে বন বিভাগ।
মঙ্গলবার (২০ জুলাই) রাত ৩ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সুন্দরবনে নৌকা করে অবৈধভাবে অনুপ্রবেশ কারীরা মাছ নিয়ে লোকালয়ে আসার সময়; চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান ও বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান তাদের গতিবিধি লক্ষ করলে এক পযার্য়ে তারা লোকালয়ে এসে মাছ নিয়ে মোংলার উদ্দেশ্যে রওয়ানা হলে ওত পেতে পেতে থাকা বন রক্ষীরা তাদের পিছু ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে চোরা জেলেরা দুই ড্রাম মাছ ফেলে পালিয়ে যায়।
জালচিরা ব্রিজের পাসের এলাকা থেকে পরিত্যক্ত দুই ড্রাম মাছ উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে। ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে মাছ গুলোকে মাটি চাপা দেওয়া হয়।
বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন" বর্তমানে যেহেতু পাস পারমিট বন্ধ রয়েছে কাজেই কোন অসাধু জেলে বিষ শিকার অথবা যেকোন উপায়ে বনে অনুপ্রবেশ করলে বা যাহারা মাছ আহরন করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। কাউকেই বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। একই দিনে নন্দবালা টহল ফাঁড়ির অভিযানে বিষ ও মাছের নৌকা আটক পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর সূর্য মুখীর খাল থেকে একটি জাল, বিষ ও বিষ দিয়ে মাছ ধরার নৌকা আটক করে। নন্দবালা টহল ফাঁড়ি থেকে রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই স্টেশন কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন নন্দবালা টহল ফাঁড়ি বর্তমানে দায়িত্বে থাকা মোঃ জাকির হোসেন।
তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করি আমি সহ মুন্না ও আবুল হাসান। কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি। তারা আমাদের টের পেয়ে নৌকা রেখে জঙ্গলে পালিয়ে যায়।
সময় জার্নাল/এমআই