শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশের গুলিতে নিহত ২, গ্রেপ্তার শতাধিক

বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশের গুলিতে নিহত ২, গ্রেপ্তার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ মরক্কোতে জেন-জি বিক্ষোভে একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করার সময় পুলিশের গুলিতে দু'জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশজুড়ে চলমান তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ অক্টোবর) মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলমান এই আন্দোলনে ক্রমেই সহিংসতা বাড়ছে। চলমান বিক্ষোভটি টানা পাঁচ রাত ধরে চলছে এবং চতুর্থ রাতে এটি সবচেয়ে সহিংস রূপ নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও ২৩ জন সাধারণ মানুষ আহত হন। এছাড়া বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয় এবং দোকানপাট ভাঙচুর করে।

'জেন-জি ২১২' নামের তরুণদের একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপ 'ডিসকর্ডে' সংগঠিত হয়ে এই বিক্ষোভের ডাক দেয়।

তাদের স্লোগান ও পোস্টারেদেখা যাচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে দেশটি কোটি কোটি ডলার ব্যয় করলেও বহু স্কুল ও হাসপাতাল এখনো তহবিল সংকটে করুণ অবস্থায় পড়ে আছে।

মঙ্গলবার রাতে তরুণরা ছুরি, মলোটভ ককটেল [পেট্রোল বোমা] ও পাথর নিয়ে হামলা চালায় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। সে রাতেই ৪০৯ জনকে আটক করা হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুস অঞ্চলের আইত আমিরা, ইনেজগান, আগাদির ও টিজনিত শহরসহ পূর্বাঞ্চলীয় উজদায় প্রশাসনিক ভবন, ব্যাংক ও দোকানপাট লুটপাট বা ভাঙচুর করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে (আল জাজিরার যাচাইকৃত) ভাঙচুর করা এটিএম বুথ এবং লুট হওয়া একটি ব্যাংকের ভবনের মেঝেজুড়ে ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে 'জেন-জি ২১২' এক পোস্টে জানিয়েছে, তারা সহিংসতা প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কোনো বিরোধ নেই; বিরোধ কেবল সরকারের সঙ্গে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা নতুন স্টেডিয়াম নির্মাণ বা সংস্কারের দিকে ইঙ্গিত করে স্লোগান দিচ্ছে, 'স্টেডিয়াম আছে কিন্তু হাসপাতাল কোথায়?' তারা রাষ্ট্রীয় নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগও তুলেছে।

এই বছর আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজনে প্রস্তুত হচ্ছে মরক্কো। পাশাপাশি ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতাও চলছে। এরই প্রেক্ষাপটে জনসাধারণের মধ্যে দীর্ঘস্থায়ী বৈষম্য ও বঞ্চনা যে প্রকট, তা নতুন করে সামনে আসছে।

যদিও কিছু সূচকে দ্রুত উন্নয়নের কথা বলা হয়েছে। তবে, অনেক মরক্কোবাসী মনে করেন প্রবৃদ্ধি সমানভাবে হয়নি। আঞ্চলিক বৈষম্য, জনসেবার দুরবস্থা এবং কর্মসংস্থানের সংকট জনমনে বিশেষ করে তরুণদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।

অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রতিবাদে মরক্কোতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রায়ই হয়ে থাকে। তবে চলতি এই বিক্ষোভ অন্তত ২০১৬ ও ২০১৭ সালের পর সবচেয়ে সহিংস। ঐ বছরগুলোতে উত্তরাঞ্চলীয় রিফ অঞ্চলে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে প্রতিবাদের অধিকারকে সম্মান জানানো হবে। একইসঙ্গে উসকানি এড়িয়ে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল