মো: মুকিবুল, গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদুল আযহা উপলক্ষে সরকারের দেয়া ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠান ধারাবাহিকতার শেষ ধাপে ঈদ উপহার নগদ অর্থ প্রদান করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মঙ্গলবার সকাল দশটায় ভবেরচর ইউনিয়ন, ভবেরচর ওয়েজার আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায় ক্রমে টেংগারচর ইউনিয়ন পরিষদ, গজারিয়া ইউনিয়ন পরিষদ ও হোসেন্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এই সহায়তা প্রদান ও ঈদ উপহার অর্থ প্রদান কর্মসূচি চলে।
ভবেরচর ওয়েজার আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, গজারিয়া প্রেসক্লাব সভাপতি আরেফিন আহ্ম্মেদ ও ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন প্রমুখ।
চাল সহায়তা নিতে আসা উপস্থিত অতি দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের হাতে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
সময় জার্নাল/এমআই