বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

গ্রেটার চুল ধরে টান-ইসরায়েলি পতাকায় চুমু, ইসরায়েলি বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ

রোববার, অক্টোবর ৫, ২০২৫
গ্রেটার চুল ধরে টান-ইসরায়েলি পতাকায় চুমু, ইসরায়েলি বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: 

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগ করেছেন তুরস্কের মানবাধিকার কর্মীরা।

রোববার (৫ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ।

তাকে চুল ধরে টেনে-হিঁচড়ে নেওয়া, হামাগুড়ি দিতে বাধ্য করা এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানোর অভিযোগ উঠেছে।
তুরস্কের মানবাধিকার কর্মী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের সামনেই গ্রেটাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।

সে তো এখনো এক তরুণী মেয়ে— তাকে পতাকায় চুমু দিতে বাধ্য করা হয়েছে, ঠিক যেমন নাৎসিরা একসময় মানুষকে অপমান করত।
চেলিক আরও জানান, গ্রেটাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে, কারণ সে একটি বিশ্বপরিচিত মুখ।

তাকে প্রকাশ্যে প্রদর্শন করা হয়, যেন এক ‘ট্রফি’।
শনিবার বিকেলে ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে ছাড়ার পর তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায় মানবিক মিশনের সদস্যদের বহনকারী ফ্লাইটটি।

বিমানে ১৩৭ জন কর্মী ছিলেন, যাদের মধ্যে ৩৬ জন তুরস্কের এবং ২৩ জন মালয়েশীয় নাগরিক। তবে গ্রেটাকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
গ্রেটা থুনবার্গ গত জুনে ‘ম্যাডলিন’ নামের জাহাজে করে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে রওনা হয়েছিলেন। গাজার কাছাকাছি পৌঁছানোর পরই ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি আটক করে।

মালয়েশীয় অধিকারকর্মী হাজওয়ানি হেলমি বলেন, আমাদের পশুর মতো ব্যবহার করা হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ কিছুই দেওয়া হয়নি। টয়লেটের পানি খেতে হয়েছে। ভয়াবহ গরমে আমাদের ঝলসে দেওয়া হচ্ছিল।

মার্কিন নাগরিক উইন্ডফিল্ড বিবার অভিযোগ করেন, থুনবার্গকে ভয়াবহভাবে ব্যবহার করা হয়েছে। তার শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ইসরায়েলের কট্টর ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বলেন, মাত্র ২২ বছরের এক সাহসী নারীকে পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে— এটি এক মানবিক লজ্জা।

অন্য এক কর্মী আয়সিন কানতোগ্লু জানান, আটক কেন্দ্রে তারা দেয়ালে রক্তের দাগ ও আগের বন্দিদের লেখা বার্তা দেখেছেন মায়ের নাম, সন্তানদের নাম খোদাই করা ছিল দেয়ালে। আমরা ফিলিস্তিনিদের যন্ত্রণার সামান্য অংশ অনুভব করেছি।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ইসরায়েল ২৬ ইতালীয়কে বহিষ্কার করেছে, তবে এখনো ১৫ জন ইসরায়েলি হেফাজতে রয়েছেন। ইতালির সংসদ সদস্য আর্তুরো স্কোত্তো বলেন, আইনসম্মত কাজ করছিল ফ্লোটিলায় থাকা মানুষজন; অবৈধ কাজ করেছে তারা, যারা গাজায় সাহায্য পৌঁছাতে বাধা দিয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ জানায়, আটক কর্মীদের হাত জিপ-টাই দিয়ে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগও বন্ধ করা হয়।

তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আটক ব্যক্তিদের খাবার, পানি ও আইনি সহায়তা দেওয়া হয়েছে।

গত ১ ও ২ অক্টোবর ইসরায়েলি নৌবাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রায় ৪০টি নৌকা আটক করে, যেখানে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। গাজায় সহায়তা পাঠাতে বাধা দেওয়ায় ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে।

এই ফ্লোটিলা ছিল গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙার লক্ষ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল