মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রফিক উল আলম এর কবিতা

মহামুক্তির উদ্ধরণ

মঙ্গলবার, জুলাই ২০, ২০২১
মহামুক্তির উদ্ধরণ

মহামুক্তির উদ্ধরণ
রফিক উল আলম
..........................................................
বিশ্বাসীরা ঈদুল আযহায়, করলে পশু কুরবানী,
বাড়ে কারো এলার্জি ভাই , সারা শরীর চুলকানি !
বলতে পারো কোন্ সব দেশ , করে মাংস রপ্তানী ?
দশ নম্বরেও নাই মুসলিম দেশ , কেন তবে ভন্ডামী ?
নিরানব্বই কেজি মাংস খায় , আমেরিকা মাথাপিছ ,
ইসরাঈল অষ্ট্রেলিয়া আর্জেন্টিনা , রয়েছে তার পিছু ,
অষ্টাশি কেজির বেশী খেলেও , বলেনা কেউ কিছু ,
সেই তুলনায় মুসলমানেরা তো , একেবারেই শিশু ৷
এই তথ্যটা দিয়েছে ভাইরে , বিশ্ব আর্থিক ফোরাম ;
যত দোষ সবই নন্দ ঘোষ , নিছক একটা ব্যারাম !
বারবিকিউ ঝলসানো মাংস , খায় যে করে আরাম ,
সেসব নিন্দুক চায় যে করতে , পশু কুরবানী হারাম !
চিলি ব্রাজিল কানাডা বাসীরা , মাংস ছাড়া অচল ,
কথিত পশু প্রেমীদের তাতে , হয় না হৃদয় চঞ্চল !
কুরবানী আসলে পশুপ্রেম যেন , উতলে কলকল ,
ভন্ডরা চায় মুসলমানদের , করতে সদলে হীনবল !
নিন্দুকের মুখে ছাই দিলে তবে , থামাবে নর্তনকুর্দন ,
বিশ্বাসীরা বাঁধা পেলে হবে , ঈমানের তেজ বর্ধন !
হত্যার মাঝে করে মুসলিমে , সত্যাগ্রহের উদ্বোধন ,
জানমাল দিয়ে করে এ ভুবনে , মহামুক্তির উদ্ধরণ !
বুজ-দিলে আজি বুঝ দাও ওহে , আল্লাহ তবারক !
জাতি ধর্ম ভেদ, সকলের 'তরে তে' ঈদ মোবারক !
**( সত্যাগ্রহ = সত্য ও ন্যায় প্রতিষ্টার দৃঢ় প্রতিজ্ঞা ,
উদ্ধরণ = উদ্ধার করা , বুজ-দিল = কাপুরুষ )
বসুন্ধরা , ঢাকা , ২০/০৭/২০২১


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল